ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জুলিয়ান অ্যাসাঞ্জ

মার্কিন আদালতে নেওয়ার চেষ্টা সাংবাদিকদের জন্যও হুমকি

আন্তর্র্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
মার্কিন আদালতে নেওয়ার চেষ্টা সাংবাদিকদের জন্যও হুমকি

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের আদালতে জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করার যে চেষ্টা তা মার্কিন সাংবাদিকদের জন্যও হুমকি বলে মনে করেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা। এমএসএনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে অ্যাসাঞ্জ বুধবার এ মন্তব্য বলেন।



নিজেকে একজন সাংবাদিক হিসেবে উল্লেখ করে অ্যাসাঞ্জ বলেন, বাক-স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এক হয়ে প্রতিরোধ গড়তে হবে।

অ্যাসাঞ্জ আরো বলেন, ওয়াশিংটন কর্তৃপক্ষ আমাদের ধ্বংস করে দেওয়ার লক্ষ্যস্থির করেছে। আর যদি এটা হয় তবে তা সব সাংবাদিকের জন্যই ভীতির কারণ। কারণ তারাও পরবর্তী লক্ষ্যবস্তু হতে যাচ্ছে।

অ্যাসাঞ্জের উদ্দেশে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উচ্চ প্রযুক্তসম্পন্ন সন্ত্রাসী’ আখ্যা প্রত্যাখ্যান করেন তিনি।

তিনি বলেন, আমাদের চার বছরের ইতিহাসে ১২০টি দেশের বিভিন্ন তথ্য তুলে আনা হয়েছে, কিন্তু আমাদের কর্মকা- দ্বারা কখনোই কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা,২৩ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।