ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের সম্রাট আকিহিতোর ৭৭তম জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
জাপানের সম্রাট আকিহিতোর ৭৭তম জন্মদিন

টোকিও: জাপানের সম্রাট আকিহিতো বৃহস্পতিবার ৭৭তম জন্মদিন উদযাপন করছেন। এসময় তিনি দেশের জনগণকে ক্রমেই বেড়ে যাওয়া প্রবীণদের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।



জন্মদিন উপলক্ষ্যে টোকিওতে সম্রাটের প্রাসাদের সামনে জাপানের পতাকা হাতে জড়ো হওয়া হাজার হাজার সমর্থকদের শুভেচ্ছা জানান আকিহিতো। এসময় সম্রাটের সঙ্গে সেখানে আরও উপস্থিত ছিলেন আকিহিতোর বড় ছেলে যুবরাজ নারুহিতো এবং তার স্ত্রী সম্রাজ্ঞী মাসাকো।

স্বাস্থ্যগত সমস্যার কারণে আরও আগেই আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আকিহিতো। একইসঙ্গে চলতি বছর বিদেশও সফর করেননি তিনি। প্রোস্টেট ক্যান্সারের কারণে ২০০৩ সালে সম্রাট অস্ত্রোপাচার করান এবং পুনরাবৃত্তি ঠেকাতে তিনি হরমোনাল থেরাপি নেন বলে সম্রাটের পারিবারিক সংস্থা থেকে জানানো হয়।

একইসঙ্গে তার শ্রবণে সমস্যা আছে বলে সোমবার প্রাসাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আকিহিতো জানান।

তিনি বলেন, ‘আমি বর্তমানে শোনার সমস্যায় ভুগছি। তাই কারও সঙ্গে কথা বলার সময় আমি তাদের উচ্চস্বরে কথা বলার অনুরোধ জানাই। ’

একইসঙ্গে জনগণ বয়স্কদের বিষয়ে আরও মনোযোগী হবে বলেও তার আশার কথা জানান সম্রাট। এছাড়া বয়স্কদের প্রয়োজন ও চাহিদার কথা বিবেচনায় রেখে সে অনুযায়ী শহর এবং ভবন নির্মাণেরও অনুরোধ করেন তিনি।

আকিহিতো বলেন, ‘আমাদের সমাজে বয়স্কদের সংখ্যা ক্রমেই বাড়ছে, তাই বয়স্কদের প্রয়োজনের দিকে আরও মনোযোগ দেওয়া হবে বলে আমি আশা করছি। ’

জনগণের দীর্ঘ আয়ু বহুদিন জাপানের জন্য গর্বের বিষয় ছিলো। কিন্তু বর্তমানে দ্রুত গতিতে দেশটিতে বয়স্কদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ২০০৯ সালে জাপানে মোট জনসংখ্যার ২২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধ ছিলো বলে সরকারি সূত্রে জানা গেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।