ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় চিকিৎসকের কাছে ক্ষমা চাইল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

সিডনি: ২০০৭ সালে লন্ডনের বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনায় ভুলবশত ভারতীয় চিকিৎসক মোহাম্মদ হানিফকে আটক করার ঘটনায় আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান পুলিশ স্বীকার করেছে তাকে গ্রেপ্তার করাটা ছিল একটি ভুল, তিনি আসলে নির্দোষ।



ড. হানিফকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সরকার আশা করছে ড. হানিফ এই দু:খজনক অধ্যায় থেকে মুক্ত হয়ে তার জীবন এবং ক্যারিয়ারে প্রবেশ করতে পারবেন।

২০০৭ সালে লন্ডনের বিমানবন্দরে হামলাকারী জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুইনসল্যান্ড বিমানবন্দর থেকে ড. হানিফকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২২ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।