ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে জনপ্রিয় হচ্ছে অনলাইন বাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
সিঙ্গাপুরে জনপ্রিয় হচ্ছে অনলাইন বাজার

সিঙ্গাপুর সিটি: সিঙ্গাপুরে অনলাইনে কেনাকাটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। দেশটির একটি মাস্টারকার্ড জরিপ থেকে জানা যায়, সেখানে ৬৪ শতাংশ বা দুই-তৃতীয়াংশ লোক অনলাইনে কেনাকাটা করে ।

যা বিগত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।
 
এই জরিপে আরও দেখা গেছে, বিগত তিন মাসে অনলাইন নারী ক্রেতারা মোট পাঁচটি সামগ্রী কিনেছে যা পুরুষ ক্রেতার তুলনায় বেশি।

যদিও অনলাইনে কেনাকাটার ধরন অন্যান্য বছরের মতোই রয়েছে। যেমন বিমানের টিকেট এখনও অনলাইনের জনপ্রিয় সামগ্রী। এছাড়াও হোটেল , সিনেমা বা কনসার্টের টিকেট, নারীদের পোশাক এবং আনুষঙ্গিক জিনিস , বই ও চিত্রকলাও আগের মতো করেই কেনাবেচা হয়।
 
সিঙ্গপুরের অনলাইন বাজারের অভিজ্ঞতায় দেখা যায়, সেখানে সুবিধাজনক এবং নিরাপদভাবে দাম পরিশোধ ব্যবস্থা, পণ্যের মূল্য ইত্যাদি কারনে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়েছে।

জরিপকারীরা অনলাইন কেনাকাটার অভ্যেস কিভাবে গড়ে উঠল সে বিষয়েও জরিপ করেছে। এই জরিপে দেখা যায় মুঠোফোনের মাধ্যমেই ১২ শতাংশ লোকের প্রথম এই অভ্যেস গড়ে উঠে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।