ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের গুপ্তচর চক্র গ্রেপ্তার: ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
ইসরায়েলের গুপ্তচর চক্র গ্রেপ্তার: ইরান

তেহরান: ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর মোসাদের সদস্য একদল গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।



আটক গুপ্তচররা ২০১০ সালে ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে বেশ উত্তেজনা চলছে। তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি চালানোর জন্য ইরানের বিরুদ্ধে সামরিক হামলা জরুরি বলে মনে করে ইসরায়েল। ইরানও এর পাল্টা জবাব দেওয়া হবে বলে অঙ্গীকার করে।

গোয়েন্দা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ‘মন্ত্রণালয় ইহুদি দেশটির সন্ত্রাসী গোয়েন্দাবাহিনীর একদল গুপ্তচরকে চিহ্নিত ও গ্রেপ্তার করেছে। ’

এতে আরও বলা হয়, ‘গুপ্তচর ও সন্ত্রাসীদের সমন্বয়ে গঠিত মোসাদের চক্রটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চক্রটি মাসুদ আলি-মোহাম্মদির (পরমাণু বিজ্ঞানী) হত্যাকা-ের পেছনে ছিল। ’

একটি দূর-নিয়ন্ত্রিত বোমায় তেহরান বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীকেই হত্যা করা হয়। ইরান এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে। ওয়াশিংটন একে ‘হাস্যকর’ মন্তব্য তা নাকচ করেছে।

ইরানের ১৯৭৯ সালে প্রণয়ন করা আইন অনুযায়ী, গুপ্তচরদের মৃত্যুদ-ের বিধান রয়েছে। গত ডিসেম্বরে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তার দেশের এক নাগরিককে ফাঁসি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।