ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭ ও ৮ ফেব্রুয়ারি অ্যাসাঞ্জকে হস্তান্তরের শুনানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
৭ ও ৮ ফেব্রুয়ারি অ্যাসাঞ্জকে হস্তান্তরের শুনানি

লন্ডন: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তরের বিষয়ে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি লন্ডনের একটি আদালতে শুনানি হবে।

যৌন হয়রানির অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনের কাছে হস্তান্তরের বিষয়ে আদালতে ফেব্রুয়ারির ৭-৮ তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে, লন্ডনের উলউইচ ক্রাউন আদালতে ১০ মিনিটব্যাপী এ শুনানিতে তাকে হাজির করা হয়। লন্ডনের বিচারক নিকোলাস ইভানস হস্তান্তর বিষয়ে পূর্ণ শুনানির এই দিন ধার্য করেন।

ক্রাউন আদালত অ্যাসাঞ্জের জামিনের অবস্থার কিছু পরিবর্তন আনা এনেছেন। এর পরিপ্রেক্ষিতে পূর্ণ শুনানির সুবিধার জন্য ৬ এবং ৭ ফেব্রুয়ারি রাতে অ্যাসাঞ্জকে ব্রিটেনের সংবাদমাধমের কাব ‘ফ্রন্টলাইন কাবে’ থাকার অনুমতি দেওয়া হয়। এখান থেকে উইকিলিকসের ব্রিটেনের কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে বিচারক বলেন, ‘আপনার জামিনের একমাত্র ব্যতিক্রম হচ্ছে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি রাতে আপনি লন্ডনের ফ্রন্টলাইন কাবে অবস্থান করতে পারবেন। ’

১৬ ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে অ্যাসাঞ্জ ফ্রন্টলাইন কাবের একজন প্রতিষ্ঠাতা ভন স্মিথের খামার বাড়িতে অবস্থান করছেন। এর নয়দিন আগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডিশ কর্তৃপক্ষের গ্রেপ্তারি পরোয়ানা জারির ভিত্তিতে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করেন।  

শুনানিতে প্রখ্যাত ব্যক্তিত্ব জেমাইমা খান ও মানবাধিকার কর্মী বিয়ানকা জ্যাগের উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।