ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পা নেই? আছে, ২০টি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
পা নেই? আছে, ২০টি!

লন্ডন: একটি নয়, দুটি নয়, বরং ২০টি পায়ের গর্বিত বালক নয় বছরের কোডি ম্যাককাসল্যান্ড। আর এতোগুলো পায়ের সুযোগ নিয়েই এমনকি প্যারাঅলিম্পিকে সোনা জয়েরও স্বপ্ন দেখে সে।



শুধু তাই নয়, বরং সব ধরনের খেলায় অংশ নিয়ে শারীরিকভাবে সুস্থ তার বন্ধুদের হারিয়ে দিতেও আত্মবিশ্বাসী কোডি।

টিবিয়া বা বা হাঁটুর হাড় ছাড়াই জন্ম হয়েছে কোডির। তাই বাধ্য হয়েই তাকে তার পায়ের উপরের অংশও কেটে বাদ দিতে হয়েছে।

কিন্তু শারীরিক এ প্রতিবন্ধকতা মোটেও দমিয়ে রাখতে পারেনি বিস্ময় বালককে। তাই বিভিন্ন ধরনের খেলায় প্রতিনিয়তই সে হারিয়ে আসছে তার সুস্থ-সবল সমবয়সীদের। আর এভাবেই সে পেয়েছে অলিম্পিকে সোনা জয়ের আত্মবিশ্বাস।

কোডি কথা, ‘একদিন অবশ্যই আমি এতে অংশ নেবো এবং সোনা জয় করবো। ’

তবে সারাদিন দৌঁড়দৌড়ি, সাঁতার কাটা, ফুটবল খেলা, আইস হকি এবং অন্যান্য খেলা খেলে সময় কাটানো কোডি বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।

কোডির ২০টি পা বিষয়ে তার মা টিনা ম্যাককাসল্যান্ড (৩৮) বলেন, ‘একেক ধরনের খেলার জন্য কোডির একেক ধরনের পা। সে স্কুলে যাওয়ার জন্য তার হাঁটার জন্য তৈরি পা প্রতিদিনই ব্যবহার করে। এছাড়াও বসার জন্য খাটো, মোটা পা এবং দৌঁড়ানোর জন্য দ্রুতগতিতে চলে এমন পা ব্যবহার করে।

‘সে সত্যিই খুব দ্রুত দৌঁড়াতে পারে এবং তার চেয়ে বেশি বয়সীদেরও অনায়াসে হারিয়ে দেয়। আমরা সব সময় সাধ্যমত কোডির চাহিদা পূরণের চেষ্টা করি। শারীরিক সমস্যা তাকে দমিয়ে রাখতে পারেনি। ’

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।