ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পরিবেশবান্ধব বস্তি গড়বেন প্রিন্স চার্লস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
ভারতে পরিবেশবান্ধব বস্তি গড়বেন প্রিন্স চার্লস

লন্ডন: ব্রিটেনের প্রিন্স চার্লস ভারতের ১৫ হাজার মানুষের জন্য কলকাতা অথবা ব্যাঙ্গালোরে পরিবেশবান্ধব বস্তি গড়তে চায়। খবর দ্য ডেইলি মেইলের ।



ডেইলি মেইলে বলা হয়, অস্কারজয়ী ‘স্লামডগ মিলিওনেয়ার’ চলচ্চিত্রটি দেখার পর অনুপ্রাণিত হয়ে প্রিন্স চার্লস এ ইচ্ছা ব্যক্ত করেন ।

বেশ কয়েক কোটি পাউন্ড (ব্রিটেনের মুদ্রা) ব্যয়ে নির্মিত এ বস্তিটির আয়তন হবে ১৪টি ফুটবল মাঠের আয়তনের সমান। এখানে থাকবে স্কুল, দোকানপাটসহ ুদাকৃতির ৩ হাজার ঘর।

উল্লেখ্য চলতি বছরেই ভারতের মুম্বাইয়ে ‘প্রিন্স চার্লসেস চ্যারিটি ফাউন্ডেশন ফর দ্য বিল্ট এনভায়রনমেন্ট’ এর কার্যালয় স্থাপন করা হবে। এই প্রকল্পের দায়িত্বও নেবে ফাউন্ডেশনটি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।