ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টিভি শো উপস্থাপনায় আসছেন আনা চ্যাপম্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
টিভি শো উপস্থাপনায় আসছেন আনা চ্যাপম্যান

মস্কো: রাশিয়ার লাল চুলাঅলী গুপ্তচর আনা চ্যাপম্যান তার বৈচিত্র্যময় জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। একটি টেলিভিশনে রহস্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করবেন বলে ওই টেলিভিশন চ্যানেলের একজন নারী মুখপাত্র বুধবার একথা জানান।



রাজনৈতিক সাংবাদিকতার ক্ষেত্রে স্বাধীন বলে পরিচিত এই টিভি চ্যানেলের নাম রেন টিভি। রেন টিভির মুখপাত্র মারিনা ভলোদিনা এএফপিকে বলেন, ‘বিশ্ব রহস্যের সঙ্গে আনা চ্যাপম্যান (সিক্রেটস অব দ্য ওয়ার্ল্ড উইথ আনা চ্যাপম্যান) নামের সাপ্তাহিক অনুষ্ঠানটিতে চ্যাপম্যান উপস্থাপনা করবেন। ’

এটি একটি পরীক্ষামূলক অনুষ্ঠান এবং এখানে ‘আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয়গুলো’ তদন্ত করা হবে। অবশ্য তিনি আরও বলেন ২১ জানুয়ারি এই অনুষ্ঠানটি প্রথম প্রচারিত হবে এর আগ পর্যন্ত চ্যানেলটি এ বিষয়ে কিছু প্রকাশ করবে না।

এর আগে ডিসেম্বরে চ্যাপম্যান মলোদায়া ভারদিয়া বা ইয়ং গার্ড নামের ক্রেমলিনপন্থী যুবদলে যোগ দেন। রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেট রাশিয়ার সংগঠন এটি। এর নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।