ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর গোপন পরিকল্পনা হচ্ছে: আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর গোপন পরিকল্পনা হচ্ছে: আইনজীবী

বার্লিন: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গোপনে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে সুইডেন। জার্মানির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাসাঞ্জের আইনজীবী সুইডেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

খবর এএফপির।

আইনজীবীর সাক্ষাৎকারটি দাই জেইট নামের সাপ্তাহিককে বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে।

আইনজীবী মার্ক স্টিফেন বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রের সরকার অ্যাসাঞ্জকে হস্তান্তরের দাবি জানানোর সঙ্গে সঙ্গেই সুইডেন তার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা বাতিল করে দেবে। ’

সুইডেনে তার বিচার স্বচ্ছ হবে না বলে অ্যাসাঞ্জের বিশ্বাস। তাই ব্রিটেন থেকে তাকে সুইডেনে হস্তান্তরের না করার বিষয়ে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

স্টিফেন বলেন, ‘অ্যাসাঞ্জ বিশ্বাস করেন, সুইডেনের হাতে হস্তান্তরের অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তার মধ্যে কারাবাস। ’

এমনকি তাকে গুয়েনতানামো বে বা অন্য কোথাও পাঠানো হতে পারে বা মৃত্যুদ- দেওয়া হতে পারে বলেও মঙ্গলবার প্রকাশিত দলিলে আশঙ্কা প্রকাশ করা হয়। অ্যাসাঞ্জের আইনজীবী এসব দলিল প্রকাশ করেন।

সুইডেনের হাতে হস্তান্তরের বিষয়ে আদালতে ৭-৮ ফেব্রুয়ারি পূর্ণ শুনানির দিন ধার্য হয়েছে। মূলত সুইডেনের দুই নারীকে যৌন হয়রানির অভিযোগ বিষয়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সুইডেন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি জানায় দেশটি।

কিন্তু তাকে হস্তান্তরের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং উইকিলিকসের কার্যক্রমের সঙ্গে জড়িত বলে অ্যাসাঞ্জ অভিযোগ করেন।

সুইডেনের গ্রেপ্তার পরোয়ানার ভিত্তিতে ব্রিটিশ পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে। পরে গত ১৬ ডিসেম্বর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।