ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইসলামের শত্রু নয়: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
যুক্তরাষ্ট্র ইসলামের শত্রু  নয়: বাইডেন

ইসলামাবাদ: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ‘যুক্তরাষ্ট্র ইসলামের শত্রু নয়। ’ সন্ত্রাস-বিরোধী তৎপরতায় পাকিস্তানকে সহায়তার জন্য ইসলামাবাদ সফরকালে বুধবার তিনি এ কথা বলেন।



পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলোচনা শেষে তিনি একে ‘সত্যিই গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন।

এছাড়া তিনি পাকিস্তানে যুক্তরাষ্ট্র-বিরোধী মনোভাবের কথাও উল্লেখ করেন, যা চলমান আফগানযুদ্ধ ও পাক-আফগান সীমান্তে গোপন চালকবিহীন বিমান হামলার প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবনে একটি যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘পাকিস্তান সমাজে এখনও কিছু গোষ্ঠী আছে যারা মনে করে ইসলাম এবং তাদের অনুসারীদের প্রতি যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল নয়। আমরা ইসলামের শত্রু নই। আমাদের দেশে যারা এই মহান ধর্ম পালন করে আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। ’

বাইডেন আরও বলেন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তালেবান এবং আল-কায়েদা জঙ্গিগোষ্ঠী অধ্যুষিত প্রান্তিক অঞ্চলগুলো পাকিস্তানের জন্য হুমকিস্বরূপ।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।