ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে প্রমাণ করতে হবে তারা আন্তরিক: গেটস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
উত্তর কোরিয়াকে প্রমাণ করতে হবে তারা আন্তরিক: গেটস

টোকিও: এশিয়া সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার টোকিওতে পা রেখেই বলেন, পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় উত্তর কোরিয়া যে আন্তরিক তা পিয়ংইয়ংকে প্রমাণ করতে হবে।

গেটস বলেন, ‘আলোচনার ব্যাপারে তারা যে শেষ পর্যন্ত আন্তরিক তার জন্য পরিষ্কার প্রমাণ থাকতে হবে।



তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, দণি কোরিয়া এবং চীন সবগুলো দেশই বিভক্ত কোরীয় উপদ্বীটে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী।

এর কিছুদিন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রতি আলোচনার আহ্বান জানায়। প্রতি উত্তরে দক্ষিণ কোরিয়া এ আলোচনা নাকচ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।