ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ক্লোরিন গ্যাসে আক্রান্ত ৬০ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০
মুম্বাইয়ে ক্লোরিন গ্যাসে আক্রান্ত ৬০ জন হাসপাতালে

মুম্বাই: ভারতের মুম্বাইয়ে সিলিন্ডার ছিদ্র হয়ে ছড়িয়ে পড়া ক্লোরিন গ্যাসে আক্রান্ত অন্তত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে নগরীর হাজি বদর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্লোরিন সিলিন্ডারবাহী একটি কনটেইনার ট্রাক রাস্তার পাশে পার্ক করে রাখা ছিলো।

আক্রান্তদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজক বলে তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

বিষাক্ত এই গ্যাসে আক্রান্তদের মধ্যে নগরীর লাল বাহাদুর শাস্ত্রী কলেজের ১৪ জন শিক্ষার্থীও আছেন। তাদের মুম্বাইয়ের জে জে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্লোরিন গ্যাসের কারণে শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়া করাসহ বমির উদ্রেগ, বিতৃষ্ণা, মাথাব্যথা ও অবসাদগ্রস্ততার মত উপসর্গ দেখা দেয়।

অতিরিক্ত ক্লোরিনে গলায় জ্বালাপোড়া ও অতিরিক্ত লালা নিঃসরণের মত সমস্যা দেখা দেয়।

উচ্চমাত্রার ক্লোরিনের মধ্যে কেউ আটকে পড়লে চেতনা হারানো এমনকি মৃত্যুও হতে পারে।

ভোর চারটায় গ্যাস লিক হওয়ার বিষয়টি ধরা পড়ার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে ছিদ্রটি বন্ধ করার উদ্যোগ নেয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।