ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে মঙ্গলবারের মধ্যে নতুন সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
ইউক্রেনে মঙ্গলবারের মধ্যে নতুন সরকার

ঢাকা: মঙ্গলবারের মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের নবনিযুক্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকার ওলেকসান্দর তারখিনোভ।

চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসণের লক্ষ্যে রোববার স্পিকার তারখিনোভকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করে পার্লামেন্ট সদস্যরা।

একই সঙ্গে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে তার দায়িত্ব থেকে অপসারণের পক্ষেও ভোট দেন তারা।
 
অন্তবর্তী প্রেসিডেন্ট মঙ্গলবারের মধ্যে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনের জন্য পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। নতুন সরকার গঠনের আলোচনা দ্রুত শুরু করা উচিত উল্লেখ করে তিনি বলেন, এটাই এখন গুরুত্বপূর্ণ কাজ। তারখিনোভ সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমশেনকোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে অপসারণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীকেও অপসারণেরও সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট।

প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ এখন কোথায় আছেন তা পরিষ্কার নয়। তবে কিয়েভে সহিংসতা ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ায় শনিবার তিনি রাজধানী ত্যাগ করেন। অপর দিকে তার প্রতিদ্বন্দ্বী ইউলিয়া তিমশেনকো কারাগার থেকে ছাড়া পেয়ে রাজধানীতে সরকার বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে মিলিত হয়েছেন।

গত কয়েকদিন ধরে অব্যাহত সহিংসতার পর রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল এখন শান্ত।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ৮৮ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।