ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের শীর্ষ তালেবান নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
পাকিস্তানের শীর্ষ তালেবান নেতা নিহত

ঢাকা: পাকিস্তানের শীর্ষ তালেবান নেতা আসমাতুল্লা শাহীন ‘গুলিবিদ্ধ’ হয়ে নিহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের মিরানশাহের উত্তর ওয়াজিরিস্তান দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ‘গুলিবিদ্ধ’ হয়ে তিনি নিহত হন।

এ ঘটনায় গাড়িতে থাকা আরও দুইজন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম জানায়।

তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া তালেবানরাও এ বিষয়ে কোনো কিছু জানায়নি।

তালেবান প্রধান হাকিমুল্লা মেহসুদ গত বছরের নভেম্বরে ড্রোন হামলায় নিহত হওয়ার পর শাহীন পাকিস্তানী তালেবানদের অন্তবর্তী প্রধান হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।