ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০
ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৮

তিকরিত: ইরাকের প্রয়াত একনায়ক সাদ্দাম হোসেনের নিজ শহর তিকরিতে একটি গাড়িবোমা বিস্ফোরণ ও অন্য দু’টি হামলার ঘটনায় আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন পুলিশও রয়েছেন।

বৃহস্পতিবার দেশটির পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্নেল হাথেম আকরাম জানান, পুলিশের টহলদলকে লক্ষ্য করে গাড়িবোমা হামলায় তিকরিতের কেন্দ্রস্থলে তিন পুলিশসহ ছয় জন নিহত হয়। এ সময়  আহত হয় ১১ জন।

স্থানীয় পুলিশ জানায়, আনবার প্রদেশের রাজধানী রামাদিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে আরও একজন নিহত হয়।

এছাড়া বাগদাদে আরেকটি বোমা বিস্ফোরণে ঘটনায় একজন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

বাংলাদেশ স্থানীয সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।