ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বিদেশিসহ নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০
ইরাকে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বিদেশিসহ নিহত ২৯

সুলাইমানিয়াহ: ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়াহ শহরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদেশি নাগরিকসহ ২৯ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তরা এ তথ্য জানিয়েছেন।



নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের চার জন, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন।

সুলাইমানিয়াহ হাসপাতালের পরিচালক রিকত হামা রশিদ বলেন, “আমরা ২৯টা মৃতদেহ পেয়েছি। এছাড়া আহত অবস্থায় ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ”

প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা এএফপিকে জানান, বৃহস্পতিবার গ্রিনিচ সময় ১৯৩০টায় সোমা নামের হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

শহরের সরকারি কর্মকর্তা রাজগার আহমেদ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তিনি বলেন, “শহরের কেন্দ্রে সংঘটিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুও নিহত হয়েছে। "

সুলিমানিয়াহ শহরটি বাগদাদ থেকে ২৭০ কিলোমিটার উত্তরে। স্বায়ত্তশাস্তি কুর্দি অঞ্চলের রাজধানী এই শহরটি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।