ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের দোনেৎস্ক শহরকে ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
ইউক্রেনের দোনেৎস্ক শহরকে ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা ডোনেস্কের সরকারি ভবন বিক্ষোভকারীদের দখলে

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কের সরকারি ভবনগুলো দখলের পর কিয়েভ শাসন থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে শহরটিকে ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা করা হয়েছে।

সোমবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারি ভবনগুলো দখলে রাখা বিক্ষোভকারী দলের একজন মুখপাত্র।



ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দখলকৃত ভবনগুলোর বাইরে সমবেত জনতার উদ্দেশে একজন রুশ বক্তা মঞ্চ থেকে ঘোষণা করেন, ‘আই প্রোক্লেইম দ্য ক্রিয়েশন অব দ্য সভারেইন স্টেট অব দ্য পিপলস রিপাবলিক অব দোনেৎস্ক’।

এর আগে, রোববার রুশ সীমান্তবর্তী শিল্পাঞ্চলটির সরকারি ভবনগুলোতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।

অপরদিকে, রুশপন্থি বিক্ষোভকারীরা ইউক্রেনিয়ান শহর লুহানস্কের সরকারি নিরাপত্তা সদরদপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে শহরের সবগুলো সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

সোমবার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ভবনের ভেতের ঢুকে পড়া বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে অস্ত্র লুটপাট করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আলেকজা‌ন্ডার তুরচিনভ।

একটি বাণিজ্য চুক্তির জের ধরে সাম্প্রতিক সময়ে রুশ সীমান্তবর্তী ইউক্রেনের পূর্বাঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করেছে। গত মাসে ইউক্রেনিয়ান অঞ্চল ক্রিমিয়া ক্ষমতাধর রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর এই উত্তেজনা আরও বাড়তে থাকে। পাল্টাপাল্টি উত্তেজনাপূর্ণ অবস্থানে সম্প্রতি ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। দেশটির সেনারা এখনও সেখানে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।