ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় জাতিসংঘের দুই কর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
সোমালিয়ায় জাতিসংঘের দুই কর্মীকে গুলি করে হত্যা

ঢাকা: সোমালিয়ায় জাতিসংঘের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক।

তবে অপর নিহতের নাগরিকত্ব জানা যায়নি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

সোমালিয়া গালকায়ো বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় এক নিরাপত্ত কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পোশাক পরে এক দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান।

হাসান আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অপর ব্যক্তি নিহত হন।

নিহতরা জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি’র কর্মী বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।