ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন পিস্টোরিয়াস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
ক্ষমা চাইলেন পিস্টোরিয়াস ছবি: সংগৃহীত

ঢাকা: বান্ধবী রিবা স্টিনক্যাম্পকে হত্যার জন্য তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন অলিম্পিকে স্বর্ণজয়ী দৌঁড়বিদ অস্কার পিস্টোরিয়াস।

গত বছরের ফেব্রুয়ারিতে পিস্টোরিয়াসের নিজ কক্ষে গুলিতে নিহত হন স্টিনক্যাম্প।

পরে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এ মামলায় সোমবার আদালতে তার প্রমাণ দাখিলের প্রথম দিন ছিল।

আবেগাপ্লুত পিটোরিয়াস বলেন, আমি তাকে রক্ষা করতে চেয়েছিলাম। স্টিনক্যাম্পকে হারানোর পর তার পরিবারের অবস্থা কি হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেন না।

তিনি বলেন, প্রায়ই ভয়ঙ্কর স্বপ্নে তার ঘুম ভাঙে। চারদিকে রিভার রক্তের গন্ধ পান।

প্রসিকিউটর বলেন, পিস্টোরিয়াস ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ঝগড়ার এক পর্যায়ে রিভা স্টিনক্যাম্পকে হত্যা করেন।

জবাবে অস্কার বলেন, সে দুর্বৃত্ত ভেবে রিভাকে হত্যা করেছেন।

আদালতে  প্রিটোরিয়াসের আবেগাপ্লুত বক্তব্যের সময় স্টিনক্যাম্পের  মা স্টোনিজুন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।