ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি প্রিন্সের নৃশংসতার বলি ২১শ’ সংরক্ষিত হোবারা পাখি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
সৌদি প্রিন্সের নৃশংসতার বলি ২১শ’ সংরক্ষিত হোবারা পাখি

ঢাকা: সৌদি প্রিন্স ফাহাদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই সাফারি পার্ক পরিদর্শনকালে আন্তর্জাতিকভাবে সংরক্ষিত ২১০০ হোবারা বাস্টার্ড পাখি হত্যা করেছেন।

বেলুচিস্তানের বিভাগীয় বন ও বন্যপ্রাণী অধিদপ্তরের  কর্মকর্তারা  জানিয়েছেন, প্রিন্স ২১ দিনের সফরে তার দলবলসহ পাখিগুলো শিকার করেন।


তারা জানান, আন্তর্জাতিকভাবে সংরক্ষিত পাখিগুলো শিকারে নিষেধাজ্ঞার কথা থাকলেও পাকিস্তানের সরকার উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাজকীয় পরিবারের জন্য পাখি শিকারের বিশেষ অনুমতি দিয়েছে।

এর আওতায় সংরক্ষিত এলাকা ছাড়া ‍অন্যান্য স্থানে ১০ দিনে সর্বোচ্চ ১০০ পাখি শিকার করা যাবে। কিন্তু প্রিন্স এসব আইনের তোয়াক্কা না করে ২১ দিনেই শিকার করেছেন ১৯৭৭টি হোবারা বাস্টার্ড এবং বাদ বাকি ১২৩টি শিকার করেছেন তার সফরসঙ্গীরা।

কর্মকর্তারা ৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সৌদি প্রিন্স ১৫ দিনে সাফারি পার্কের সংরক্ষিত অঞ্চল থেকে ও বাকি ছয় দিনে অন্যান্য অঞ্চল থেকে এসব পাখি শিকার করেন।

রিপোর্টে আরও জানানো হয়, ১১ জানুয়ারি ১১২টি, ১২ জানুয়ারি ১১৬টি, ১৩ জানুয়ারি ৯৩ টি, ১৪ জানুয়ারি ৮২টি , ১৫ জানুয়ারি ৮০টি, ১৬ জানুয়ারি ৭৯টি, ১৭ জানুয়ারি ৯৩টি , ১৮ জানুয়ারি ৮২টি, ১৯ জানুয়ারি ৯৪টি, ২০ জানুয়ারি ৯৭টি, ২১ জানুয়ারি ৯৬টি, ২২ জানুয়ারি ১২০টি, ২৩ জানুয়ারি ১১৬টি, ২৪ জানুয়ারি ১৯৭টি, ২৫ জানুয়ারি ৮৯ টি, ২৬ জানুয়ারি ৩৪টি, ২৭ জানুয়ারি ৮৯টি,২৮ জানুয়ারি ৯২টি, ২৯ জানুয়ারি ৯৪টি, ৩০ জানুয়ারি ১১৯টি এবং ৩১ জানুয়ারি ৯৭টি পাখি শিকার করেন সৌদি আরবের তাবুকের গভর্নর প্রিন্স ফাহাদ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।