ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এত দিন পর জানা গেল মোদি বিবাহিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
এত দিন পর জানা গেল মোদি বিবাহিত ছবি: সংগৃহীত

ঢাকা: বহুবার নিজেকে অবিবাহিত হিসেবে ঘোষণা দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। এর আগে চার (২০০১, ২০০২, ২০০৭ ও ২০১২) রাজ্যসভা নির্বাচনের হলফনামায় বিবাহের ঘরটি খালিও রেখেছিলেন।


 
অবশেষে নিজেকে বিবাহিত হিসেবে স্বীকার করে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে গুজরাটের ভাদোদারা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি।

বুধবার গুজরাটের ভাদোদারা আসনে মনোনয়নপত্রে স্ত্রীর নামের জায়গায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা যশোদাবেনের নাম উল্লেখ করেন তিনি। এর আগে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমসহ বিভিন্ন আলোচনায় নিজেকে ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করেন মোদি।

অবসরপ্রাপ্ত শিক্ষিকা যশোদাবেন এতদিন নরেন্দ্র মোদিকে স্বামী বলে দাবি করে আসছিলেন। তবে এতে কোনো সাড়া দেননি মোদি। বিষয়টি নিয়ে ২০০১ সালে প্রথম চ্যালেঞ্জ করে কংগ্রেস।

১৭ বছর বয়সে যশোদাবেনকে বিয়ে করেছেন বলে উল্লেখ করেছেন ৬৩ বছর বয়সী এ নেতা।

এ বিষয়ে ৬২ বছর বয়সী যশোদাবেন জানান, বিয়ের দুই সপ্তাহ পর মোদি তাকে ছেড়ে চলে যান।

এর আগে মোদি বলেছিলেন, আমার কোনো বৈবাহিক বন্ধন নেই। তাই দুর্নীতি করার কোনো কারণ নেই।

মনোনয়নপত্রে সম্পদ বিবরণীতে মোদি জানান, তার নগদ ২৯ হাজার ৭০০ রুপি, ব্যাংকে ৪৪ লাখ রুপি, ২০ হাজার রুপির বন্ড,  চার লাখ ৩৪ হাজার রুপির সঞ্চয়পত্র রয়েছে।

এ ছাড়া দুই লাখ ৪৭ হাজার রুপি দিয়ে একটি বাড়ি কিনেছিলেন, বর্তমানে এর বাজারমূল্য এক কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।