ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৪০ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৪০ মিলিয়ন ডলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: সাভারের রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় পশ্চিমা ব্রান্ডগুলোর কাছ থেকে নতুন করে ৪০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিয়েছে কয়েকটি শ্রমিক অধিকার সংগঠন। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানায়।



শ্রমিক অধিকার সংগঠন গ্লোবাল ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিওল, ইউএনআই, ক্লিন ক্লোথস ক্যাম্পেইন বিবৃতিতে জানায়, এ অর্থ ভবন ধসে নিহতদের পরিবার এবং দুই হাজারের বেশি আহত শ্রমিককে দেওয়া হবে।

বৃহস্পতিবার পর্যন্ত ৪০ মিলিয়ন ডলারের এক তৃতীয়াংশ উত্তোলন সম্ভব হয়েছে বলেও জানায় তারা।

গত বছর বিশ্বব্যাপী আলোচিত অন্যতম ঘটনা রানা প্লাজা ধসে ১১শ’রও বেশি শ্রমিকের মৃত্যু হয়। এরপর শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিতে দেশ-বিদেশ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, যে ২৯টি ব্র্যান্ড রানা প্লাজার কারখানাগুলো থেকে পোশাক কিনতো তাদের মাত্র অর্ধেক এ অর্থ দিয়েছে। তহবিলটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীর  আগেই অবশিষ্ট অর্থ উত্তোলন সম্ভব হবে বলে জানান তারা।

তবে এদের মধ্যে অনেকেই তহবিলে অর্থ দিতে অপারগতার কথা জানিয়েছে। কারণ তারা সরাসরি রানা প্লাজা থেকে পোশাক কিনতো না। তাদের অজ্ঞাতসারে বায়ার’রা রানা প্লাজা থেকে তাদের পোশাক নিয়ে দিত।

তাছাড়া অনেকে আগে থেকেই পোশাক কেনা বন্ধ করে দেয়। তবে এদের মধ্যে অনেকের নিজস্ব ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

‍ক্লিন ক্লোথস ক্যাম্পেইন এর কর্মকর্তা ইনেক জেলেনরাস্ট বলেন, গত বছর এ ২৯ টি ব্র্যান্ড যৌথভাবে ২২ বিলিয়ন ডলার আয় করেছে। এ আয়ের মাত্র ০.২ ভাগ এর চেয়েও কম ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অথচ এসব শ্রমিকের শ্রমেই তাদের বড় অঙ্কের মুনাফা হয়েছে।

ব্রিটিশ ক্লোথ রিটেইলার প্রাইমার্ক জানায়, গত মাসে তারা দীর্ঘমেয়াদে ক্ষতিপূরণের জন্য অতিরিক্ত ১০ মিলিয়ন ডলার দিয়েছে তারা। ৯ মিলিয়ন ডলার সরাসরি রানা প্লাজার পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের ৫৮০ কর্মচারীকে এবং বাকি এক মিলিয়ন তহবিলে জামা দেওয়া হয়েছে।

অন্যান্য যেসব ব্র্যান্ড অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে-কানাডার লোব্লো, ব্রিটেনের বোন মার্চে অ্যান্ড প্রিমিয়ার ক্লোথ, ডেনমার্কের মাসকট, স্প্যানিশ ই১ ইংগলস, ম্যাংগো এবং জারার ইনডিটেক্স।

এর আগে বিভিন্ন ব্র্যান্ড ও ক্যাম্পেইনার রানা প্লাজায় হতাহতদের ক্ষতিপূরণ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।