ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
পাপুয়া নিউগিনিতে ৭.৩ মাত্রার ভূমিকম্প ছবি: সংগৃহিত

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।

তবে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাউগাইনভিলে দ্বীপ থেকে পানাগুনা শহরের সমদূরবর্তী সমুদ্র এলাকায় ভূগর্ভের ৫৪ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

তবে, অস্ট্রেলিয়ার ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জিওসায়েন্স ভূমিকম্পটির তীব্রতা বলেছে ৭ দশমিক ৪ মাত্রা। এছাড়া, ভূমিকম্পে পার্শ্ববর্তী সলোমন দ্বীপপুঞ্জও কেঁপে উঠেছে বলে জানায় তারা।

জিওসায়েন্স অস্ট্রেলিয়ার কর্মকর্তা ডেভিড জোসেফ বলেন, পুরো দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়েছে। এতে কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।