ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এভাবেই থাকতে চায় শিবনাথ-শিবরাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
এভাবেই থাকতে চায় শিবনাথ-শিবরাম

ঢাকা: জন্মগতভাবে যমজ শিবনাথ ও শিবরাম একে অপরকে আলগে রেখেছে। বাকি জীবনাটও এভাবে কাটিয়ে দিতে চায় তারা।

ডাক্তাররা সফলভাবে অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করার আশ্বাস দিলেও তারা পৃথক হতে চায় না।

শিবরাম বারক্রোফট টিলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আমরা বিচ্ছিন্ন হতে চাই না। বৃদ্ধ হওয়া পর্যন্ত আমরা এভাবে থাকতে চাই। যেভাবে আছি সেভাবেই থাকতে চাই।

বিশ্বে প্রতিবছর প্রতি ২ লাখের মধ্যে একজন জমজ শিশু জন্মায়। শিবনাথ ও শিবরামের জন্ম ভারতের প্রত্যন্ত একটি গ্রামে।

১২ বছর বয়ষ্ক এ যমজ জন্মগতভাবেই কোমরে জোড়া লাগানো। তাদের অভিন্ন দুটি পা, চারটি বাহু এবং একটি পাকস্থলি রয়েছে। তাদের আলাদা আলাদা ফুসফুস, হৃদপিন্ড এবং মস্তিষ্ক রয়েছে।

গুরুতর শারিরীক অসুস্থতা থাকলেও তারা একে অপরকে দারুণভাবে সহযোগিতা করে থাকে। একসঙ্গে গোসল, পোশাক-পরিচ্ছদ এবং মাথা আচড়ানোর মতো কাজও একে অন্যকে সাহায্য করে থাকে।

ডেইলি মেইল জানায়, তারা নিজেরা নিজেরা অনেক কিছু শিখে নিয়েছে। স্কুলে যায় বাইসাইকেল করে, ক্রিকেট খেলা এখন আর তাদের কাছে কোনো সমস্যাই না।

আর তারা যে খুব ভালো ছাত্র একথা জানালেন বাবা রাজ কুমার (৪৫)।  
   
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।