ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজ রহস্য

‘সংকেত দ্রুত মিলিয়ে যাচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
‘সংকেত দ্রুত মিলিয়ে যাচ্ছে’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট

ঢাকা: গভীর সমুদ্র থেকে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের ব্ল্যাক বক্সের (ফ্লাইট রেকর্ডার) সম্ভাব্য সংকেত দ্রুতগতিতে মিলিয়ে যাচ্ছে দাবি করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, এমএইচ৩৭০ ফ্লাইটটি খুঁজে পাওয়া এখন ‘অনেক অনেক বিশাল ব্যাপার’।

চীন সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শনিবার সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, দিন পাঁচেক আগে আবিষ্কৃত ‘সংকেত’ যে নিখোঁজ উড়োজাহাজের ব্ল্যাক বক্সের এ ব্যাপারে তিনি এখনও অনেক আত্মবিশ্বাসী।



যদিও মঙ্গলবারের পর থেকে আর কোনো নতুন সংকেত পায়নি উদ্ধারকারী দল।

তারপরও অ্যাবোট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উদ্ধার অভিযানে আমাদের (অস্ট্রেলীয় উদ্ধারকারী দলের) এগিয়ে থাকাকে কেউ খাটো করে দেখতে পারবে না।

অ্যাবোট বলেন, ভূ-খণ্ড থেকে এক হাজার কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠের চার হাজার ৫০০ কিলোমিটার গভীরে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা সত্যিই অনেক কঠিন কাজ।

এর আগে, ‘উদ্ধারকারী দল নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের ব্লাকবক্সের কাছাকাছি পৌঁছে গেছে’ বলে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর দাবি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।

শুক্রবার অসি প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের এমন ঘোষণা বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলেও তার কিছু সময় পরই অস্ট্রেলীয় উদ্ধার অভিযান দলের প্রধান এমন দাবি নাকচ করে দেন।

চীন সফররত টনি অ্যাবোট শুক্রবার বলেন, ‘অস্ট্রেলীয় উদ্ধারকারী দল নিখোঁজ মালয়েশিয়ান উড়োজাহাজটির ব্লাকবক্সের কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছেন। ’

তবে, অল্প সময় পরই তার এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে অস্ট্রেলীয় অনুসন্ধানকারী দলের প্রধান সাবেক এয়ার চিফ মার্শাল অ্যানগাস হিউস্টোন এক বিবৃতিতে জানান, নিখোঁজ উড়োজাহাজটির ব্ল্যাক বক্স খুঁজে বের করার অভিযানে সাম্প্রতিক সময়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি পাওয়া সংকেতের সঙ্গে নিখোঁজ উড়োজাহাজের ব্ল্যাক বক্সের কোনো সম্পর্ক নেই।

অবশ্য, এর আগে হিউস্টোন বৃহস্পতিবার বলেছিলেন, একটি নৌযান এমন কিছু সংকেত পেয়েছে, যার উৎস প্রাকৃতিক নয়, বরং ফ্লাইট ডাটা রেকর্ডার বা ওই ধরনের কোনো ইলেক্ট্রনিক যন্ত্রপাতির সঙ্গে এর সাদৃশ্য রয়েছে।

এর পরপরই চীন সফররত অ্যাবোট সাংবাদিকদের বলেন, ‘অনুসন্ধানের জন্য সম্ভাব্য এলাকার আয়তন ছোটো হয়ে এসেছে, কারণ আমরা বেশ কিছু সংকেত নিয়মিত ভাবে পাচ্ছি। উদ্ধারকারী দল ব্লাকবক্সের কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে’।

অপরদিকে, শনিবার একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ৩৭০ নিখোঁজ হওয়‍ার ঠিক আগ মুর্হূতে এর কো-পাইলট সর্বশেষ ফোন কলটি করেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, উড়োজাহাজটির দ্রুতগতির কারণে কথোপকথনের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই টাওয়‍ার থেকে হারিয়ে যায়।

রিপোর্টে বলা হয়, উড়োজাহাজটি মালয়েশিয়ার পশ্চিম উপকূলের পেনাং দ্বীপের ওপর দিয়ে খুব নিচ দিয়ে উড়ে যায়। এ সময় একটি টেলিকমিউনিকেশন কোম্পানির টাওয়ার থেকে উড়োজাহাজের ফোন কল রেকর্ড করা হয়, যা কো-পাইলটের বলে অনুমান করা হয়।

তবে রিপোর্টের বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে মালয়েশীয় পরিবহন মন্ত্রণালয় জানায়।

যদিও উড়োজাহাজ নিখোঁজের পর পাইলট জাহ‍ারি আহমাদ শাহ ও কো-পাইলট ফারিক আব্দুল হামিদ কোনো ধরনের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়।

৮ মার্চ ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে মালয়েশীয় উড়োজাহাজ (ফ্লাইট এমএইচ৩৭০) মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশে যাত্রা করার ৪০ মিনিট পর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর অনেক চেষ্টায়ও উড়োজাহাজটির কোনো ধ্বংসাবশেষ কিংবা ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, যাত্রীরা বেঁচে আছেন নাকি উড়োজাহাজটি ছিনতাইয়ের কবলে পড়েছিল, সে ব্যাপারেও কেউ নিশ্চিত নন। নিখোঁজের একমাস পরেও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে উড়োজাহাজটির অস্তিত্ব নির্ণয় করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।