ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্দুকধারীদের দখলে ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের থানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
বন্দুকধারীদের দখলে ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের থানা

ঢাকা: ইউক্রেনের উত্তরাঞ্চলের রুশ সীমান্তের কাছে একটি শহরের থানা দখল করে নিয়েছে মুখোশধারী বন্দুকধারীরা।

দেশটির পুলিশের উদ্ধৃতি দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গুলি ও গ্রেনেড বোমা হামলা চালিয়ে ওই চক্রটি রুশ সীমান্তবর্তী স্লোভিয়ানস্ক শহরের থানা দখল করে নেয়।



স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকোভ বন্দুকধারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেছেন, বিশেষ বাহিনী তাদের হামলা প্রতিরোধ করবে।

চলতি বছরের শুরু থেকে রুশপন্থি বিক্ষোভকারীরা ইউক্রেনের বিভিন্ন শহর ও অঞ্চল দখল করে চলেছে। কিয়েভের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অস্থিতিশীলতার পরিকল্পনা মস্কো থেকে বাস্তবায়ন করা হচ্ছে।

ক’দিন আগে স্লোভিয়ানস্ক থেকে ১৩০ কিলোমিটার দূরের আরেকটি শহর দোনেৎস্ক শহরের সরকারি কার্যালয়গুলো দখল করে এটিকে রুশের অংশ করে নেওয়ার জন্য গণভোটের দাবি জানানো হয়।

তবে, শনিবার স্লোভিয়ানস্ক শহরের থানা দখলের পর বিক্ষোভকারীরা কোনো দাবি উত্থাপন করেছে কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।

চলতি বছরেরই শুরুতে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিয়ে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত করে ফেলে এ অঞ্চলের মস্কোপন্থি জনগণ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।