ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘যত্রতত্র মূত্রত্যাগ ঠেকাতে পুরুষের প্যান্টে তালা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
‘যত্রতত্র মূত্রত্যাগ ঠেকাতে পুরুষের প্যান্টে তালা’

ঢাকা: রাস্তায় যত্রতত্র মূত্রত্যাগ করলে পুরুষদের প্যান্টে তালা লাগিয়ে দেওয়া উচিত!

প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনায় বিরক্ত হয়ে একটি মামলার শুনানিতে তিরস্কার করে শনিবার এমন মন্তব্যই করলেন দিল্লির হাইকোর্ট।

বিচারপতি প্রদীপ নন্দরাজগ এবং দীপা শর্মার ডিভিশন বেঞ্চ বিরক্তির সুরে বলেন, এই বদ অভ্যাস থামানো যাচ্ছে না।



ডিভিশন বেঞ্চের মন্তব্য, প্রতিটি পুরুষের প্যান্টের জিপ‍ারে তালা লাগিয়ে দেওয়া উচিত এবং সেই চাবি বাড়িতে রাখা উচিত।

অবশ্য আদালত এ মামলায় কোনো নির্দেশ দেননি।

এ ব্যাপারে উচ্চ আদালতে মনোজ শর্মা নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, দেওয়ালে মূত্রত্যাগ করে অনেকে তা নোংরা করেন। দেওয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া উচিত।

দেওয়ালের গায়ে মূত্রত্যাগ করা থেকে নাগরিকদের বিরত রাখার জন্য যথাযথ পদক্ষেপ করার দাবি তোলা হয় মামলার আবেদনে।

আদালত বলেন, প্রকাশ্যে মূত্রত্যাগের সমস্যা সমাধানে অন্য কোনো পর্যায়ের সাহায্য নিতে হবে। আদালত কোনো ব্যক্তিকে বলতে পারে না যে, বাড়ি থেকে বেরোনোর সময়ে জিপার বন্ধ রাখুন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।