ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ৬০ জনকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
পাকিস্তানে ৬০ জনকে অপহরণ

ঢাকা: পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। অপহৃতদের সবাই পুরুষ।

প্রাথমিকভাবে ১০০ জনকে অপহরণ করা হলেও পরবর্তী সময়ে ৪০ জনকে ছেড়ে দেওয়া হয়।

দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সন্দেহভাজন তালেবান সদস্যরা সরকার সমর্থক ওই ১০০ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।

তিন জন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী ওরাকজাই ও খাইবার দুর্গম অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলের তিরাহ উপত্যকায় একটি জনসমাগমস্থল থেকে ওই ১০০ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য, ৪০ জনকে ছেড়ে দেওয়া হয়।

সমঝোতা সংলাপ চলছে বিধায় এ ব্যাপারে কারও নাম-পরিচয়ই প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রামবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অপহৃতদের মুক্ত করে আনতে পাঠানো হলেও অপর একজন কর্মকর্তা জানিয়েছেন, অপহৃত বাকি বন্দীদের অক্ষত অবস্থায় মুক্ত করতে একটি ‘তল্লাশি অভিযান’ শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।