ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থানা উদ্ধারের ঘোষণা ইউক্রেনের, হুঁশিয়ারি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
থানা উদ্ধারের ঘোষণা ইউক্রেনের, হুঁশিয়ারি মস্কোর

ঢাকা: রুশপন্থিদের দখলে নেওয়া থানাগুলো উদ্ধারের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।

অ্যাভাকভের ফেসবুক পেজে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার রুশপন্থিদের দখলে নেওয়া দু’টি থানা ভবন উদ্ধারে অভিযান শুরু করেছে ইউক্রেনের আইন-শৃঙ্খলা বাহিনী।



আরসেন অ্যাভাকভ তার ফেসবুক পেজে বলেন, নিরাপত্তা বাহিনী দেশের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্কে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছে।

এদিকে, ইউক্রেনকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের শান্তি আলোচনাকে ভণ্ডুল করার জন্যই কিয়েভ এ পদক্ষেপ নিয়েছে।

শান্তি আলোচনা ব্যর্থ হলে তার দায় ইউক্রেনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মস্কো।

অপরদিকে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ই‌উক্রেনের পূর্বাঞ্চলকে অশান্ত করছে রাশিয়া।

অবশ্য ওয়াশিংটনের এ দাবিকে নাকচ করে দিয়েছে মস্কো।

**বন্দুকধারীদের দখলে ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের থানা

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।