ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
প্রশান্ত মহাসাগরে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঢাকা: এক দিনের কম ব্যবধানে দ্বিতীয় বারের মতো ভূমিকম্প অনূভূত হলো সলোমন দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।



দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে শনিবার রাতে এ অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ওই অঞ্চলে রাতভর ভীতি বিরাজ করে।   

যুক্তরাষ্ট্রের জিওলজিকেল সার্ভের তথ্য অনুসারে, ৭.৫ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিলো সলোমন দ্বীপপুঞ্জের কিরাকিরার ১১৪ কিলোমিটার দক্ষিণে এবং ২০ কিলোমিটার গভীরে।

এতে সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনিসহ এ অঞ্চলের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।