ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো যুক্তরাষ্ট্রে গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪
আবারো যুক্তরাষ্ট্রে গুলি, নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো গুলিতে হতাহতের ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। এবার দেশটির কানশাস শহরে নির্বিচারে গুলিতে প্রাণ গেল কমপক্ষে তিনজনের।



সোমবার ওভারল্যান্ড পার্কে জিউয়িশ কমিউনিটি সেন্টারে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, আহত এক বালকের অবস্থা গুরুতর। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

গত ৩ এপ্রিল টেক্সাসের এক সামরিক ঘাঁটিতে নিজের সহকর্মীর গুলিতে তিন সেনা কর্মকর্তা নিহত হন। তিনজনকে হত্যা করে ওই সেনা কর্মকর্তা আত্মহত্যা করে।

টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটির ভেতরে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্রে গুলি ঘটনাটি ঘটে।

এর আগেও একাধিকবার স্কুল, গির্জা, রাস্তায় গুলির ঘটনা ঘটেছে। আশংকাজনকহারে বেড়ে যাচ্ছে গুলির ঘটনা। এ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারও উদ্বিগ্ন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।