ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৭১, আহত ১২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৭১, আহত ১২৪

ঢাকা: মধ্য আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সোমবার পর পর দুটি সন্ত্রাসী হামলায় অন্তত ৭১ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন।

দেশটির রাজধানী আবুজার ব্যস্ততম বাসস্টেশনে এ হামলার ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণের  পর লোকজনের ছিন্নভিন্ন হাত-পা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।

ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম এ  হামলার জন্য দায়ী বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

এ বিষয়ে আবুজার জরুরি ত্রাণ সংস্থার প্রধান আব্বাস ইদ্রিস জানান, তারা ৭১ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এ ছাড়া আরো অন্তত ১২৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাদামাসি নিয়ানা জানান, তিনি নিজে ৪০টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। পরে উদ্ধারকর্মী ও পুলিশ ছিন্নভিন্ন দেহগুলো একত্রিত করে।

এদিকে, বোমা বিস্ফোরণের স্থলে প্রায় চার ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৩০টির মতো গাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় গাড়ির জ্বালানি ট্যাংকগুলোরও বিস্ফোরণ ঘটে।

এর আগে গত তিনদিনে বোমা হামলায় অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।