ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের পুলিৎজার লাভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের পুলিৎজার লাভ ছবি: সংগৃহিত

ঢাকা: সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজার পুরষ্কার লাভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট ও ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান।

বিশ্বব্যাপী মার্কিন নজরদারি ও গুপ্তচরবৃত্তির মুখে জন স্বার্থে এ বিষয়ে বস্তুনিষ্ঠ ধারাবাহিক সংবাদ প্রকাশের কারণে এ দুই সংবাদ মাধ্যমকে এ বছর এ সম্মানে ভূষিত করা হয়।



পুরষ্কার জয়ী দুই সংবাদ মাধ্যমের এসব সংবাদের ভিত্তি ছিল গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা চাঞ্চল্যকর তথ্য।
 
এই দুই সংবাদ মাধ্যম ছাড়াও এ বছর ব্রেকিং নিউজের জন্য পুরষ্কৃত করা হয়েছে বস্টন গ্লোবকে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ বিভাগে এ বছর এ সম্মান অর্জন করেছেন সংবাদ সংস্থা রয়টার্সের দুই জন নিজস্ব প্রতিবেদক।

স‍াংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের জন্য প্রতিবছর যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম স্কুল এই পুরষ্কার প্রদান করে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।