ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেজরিওয়াল কারাগারেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মে ২৩, ২০১৪
কেজরিওয়াল কারাগারেই

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নিতিন গড়করির দায়ের করা মানহানি মামলার দ্বিতীয় শুনানিতেও মুচলেকার বিনিময়ে জামিন প্রত্যাখ্যান করেছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাই আগামী ৬ জুন পর্যন্ত তাকে তিহার কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।



শুক্রবার দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোমতী মানোচার আদালতে এ মামলার দ্বিতীয় শুনানিতে আদালতে কেজরিওয়াল সমর্থকদের উপস্থিতিতে  নিজেই নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এদিনও মুচলেকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালত।  

এর আগে, গত বুধবার মানহানির মামলায় ১০ হাজার রুপি জরিমানা দিয়ে জামিন নিতে  প্রত্যাখ্যান করায় আদালত তাকে  কারাগারে পাঠান আদালত।

গত জানুয়ারিতে ‘ভারতের সবচেয়ে দুর্নীতিবাজ’দের তালিকা প্রকাশ করে কেজরিওয়ালের এএপি। সে তালিকায় গড়করিসহ বিজেপির বেশ ক’জন নেতা ছিলেন। এ তালিকা প্রকাশের প্রেক্ষিতে মানহানি হয়েছে বলে মামলা দায়ের করেন গড়করি। তার মামলায় জানুয়ারির শেষ দিকে কেজরিওয়ালকে আদালতেও তলব করা হয়।

এদিকে, গত বুধবার এএপি প্রধানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার সমর্থকের‍া রাস্তায় নেমে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ এএপি’র জ্ঞানেন্দ্র যাদব ও সঞ্জয় সিংসহ  একাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে। গতকাল ওই দুই নেতাকে ছেড়ে দেওয়া হয়।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে এএপি নেতা নেতা আশুতোষ নিন্দা জানিয়ে বলেন, আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানাব, কীভাবে কেজরিওয়ালের মতো সৎ রাজনীতিবিদকে কারাগারে পাঠানো হয়েছে!

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।