ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দূতাবাসে হামলা: কারজাইকে ফোন মোদীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪
দূতাবাসে হামলা: কারজাইকে ফোন মোদীর নরেন্দ্র মোদী ও হামিদ কারজাইয়

ঢাকা: আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে হামলার পর ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দমোদরদাস মোদী দেশটির রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছন।

শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮০০ কিলোমিটার দূরের হেরাতে।

এতে চার হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, সেখানকার দূতাবাস কর্মকর্তারা নিরাপদে আছেন।

এ ঘটনার পর পরই নরেন্দ্র মোদী আফগান রাষ্ট্রপতি ফোন করেন।

রাষ্ট্রপতি হামিদ কারজাই আলাপে মোদীকে নিশ্চিত করেন, এ হামলায় ঘটনার পর তার সরকার নিরাপত্তাসহ সব ধরনের বিষয়ে সহযোগিতা করবে।

সকালে হামলার পর পরই মোদী টুইট করেন, “আমি হেরাতে দূতাবাসে হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেখানকার পরিস্থিতি আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি। ”

ভোর সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, অস্ত্রধারী তিন দুর্বৃত্ত ভারতীয় দূতাবাস ভবনে হামলা চালিয়ে প্রবেশের চেষ্টা করে। কয়েক ঘণ্টা ধরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় একজন অস্ত্রধারী ভবনের দেওয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে নিরাপত্তা রক্ষীরা এলাকাটি ঘিরে রাখে। এরপর আরো তিনজন নিহত হন।

এর আগে তাদের দু’জন হামলাকারীকে ইন্দো তিব্বত বর্ডার পুলিশসহ (আইটিবিপি) ১৫০ জন নিরাপত্তারক্ষী ঘিরে রাখে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সাইদ আকবর উদ্দিন এনডিটিভিকে জানান, ভোরে কনস্যুল্যাট ভবনে হামলা করা হয়েছিলো। যা আমাদের সাহসী আইটিবিপি সদস্যরা এবং আফগান পুলিশ সফলতার সঙ্গে প্রতিহত করেছে। ভারতীয় সব কর্মী নিরাপদে রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, আফগানিস্তান কর্তৃপক্ষ বিষয়টি জানানো হয়েছে। পররাষ্ট্র সচিব সুজাতা সিংসহ ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মনিটরিং করছেন।

হামলাটি এমন সময় হলো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সোমবারের শপথ অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো কথা ছিলো।
 
অন্যদিকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও শপথে উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি।

** আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা, নিহত ৩

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।