ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামলায় ২০ আসাদ সমর্থক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৪
হামলায় ২০ আসাদ সমর্থক নিহত

ঢাকা : সিরিয়ার দক্ষিণাঞ্চলের দেরা শহরে নির্বাচনী র‌্যালীতে মর্টার হামলায় কমপক্ষে ২০ জন সিরিয়ান নিহত হয়েছে।

গতকাল সন্ধ্যায় এ হামলার এ ঘটনা ঘটে।



নিহত সবাই প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থক বলে জানা গেছে।

এ দিকে হামলায় ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

হামলার দায় কেউ স্বীকার না করলেও ইসলামিস্ট বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 এ দিকে আগামী ৩ জুনে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বাসার আল আসাদ পুনরায় নির্বাচিত হওয়ার প্রত্যাশ‍া করছেন।

বাংলাদেশ সময় : ১৭৫৮ ঘণ্টা, মে ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।