ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রাইভিংয়ে কোন দেশে কী আইন

জনি সাহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৪
ড্রাইভিংয়ে কোন দেশে কী আইন

ঢাকা: ট্রাফিক আইন মেনে ডানে-বামে লক্ষ্য করে ঠিকঠাক গাড়ি চালাচ্ছেন। ভাবছেন, এসব মেনে চললেই সেরে গেল! কিছু দেশে অন্তত সেরে গেলেও কিছু দেশে সারবে না।

রাস্তার ট্রাফিক আইন ছাড়াও সেসব দেশে রয়েছে গাড়ি চালনায় আরও অনেক নির্দেশনা। সেসব নির্দেশনা অমান্য করলে গুনতে হবে মোটা অংকের জরিমানাও।

সে রকম কয়েকটি দেশের গাড়ি চালানোর বিচিত্র রকমের নিয়ম কানুনের তথ্য তুলে ধরা হলো এবারে।

রাশিয়ায় গাড়ি অপরিচ্ছন্ন নয়
কেবলই অলসতার কারণে গাড়ি পরিষ্কার না করে রাস্তায় বের হলে রাশিয়ায় আপনাকে তিন হাজার চারশ’ রুপি জরিমানা গুণতে হবে। দেশটিতে গাড়ি চালাতে গেলে এ বিষয়টি খেয়াল রেখে গাড়ি নিয়ে রাস্তায় নামতে হবে।

সুইডেনে ২৪ ঘণ্টা হেডলাইট
দিন কিংবা রাত, শীত কী গ্রীষ্ম। সুইডেনে চব্বিশ ঘণ্টাই গাড়ির হেড লাইট চালু রাখতে হয়।

কোস্টারিকায় ড্রাইভিংয়ে পানীয় চলবে, তবে...
গাড়িতে চালানোর সময় তৃষ্ণা পেলে পানি পান করবেন এটাই স্বাভাবিক। পান করতে পারেন অ্যালকোহলও। তবে এক্ষেত্রে রক্তে অ্যালকোহলের মাত্রা কোনোভাবেই ০.৭৫ ভাগের বেশি হলে ঘটবে বিপত্তি। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় গাড়ি চালনার সময় পানি বা অ্যালকোহল পানে বিষয়টি খেয়াল রাখতে হবে।

মেসিডোনিয়ায় ড্রাইভিংয়ে অ্যালকোহল নয়
আবার অ্যালকোহল গ্রহণ করে চালকের আসন তো দূরে থাক, পাশের আসনেও বসতে পারবেন না মেসিডোনিয়ায়।

জাপানে ড্রাইভারকে নেশায় বাধা দিতে হবে, নইলে...
জাপানে অ্যালকোহল পান করে গাড়ি চালানো থেকে বিরত রাখার পাশাপাশি পাশের সিটের যাত্রী হয়ে যদি বিষয়টি গুরুত্ব না দেন তবে একই অপরাধে অভিযুক্ত হবেন তিনিও।

স্পেনে জোড়া গ্লাস, সৌদিতে নারীর ড্রাইভিং নয়
স্পেনে সবসময় এক জোড়া অতিরিক্ত গ্লাস রাখতে হয়। আর সৌদি আরবে নারীদের গাড়ি চালানোই নিষিদ্ধ।

ম্যানিলায় গাড়ির নম্বর সমাচার
যেসব গাড়ির নম্বরের শেষ অক্ষরে ১ বা ২ সংখ্যাটি রয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় সাপ্তাহিক ছুটির দিনে সেসব গাড়ি চলাচল নিষেধ।

থাইল্যান্ডে ড্রাইভিংয়ে চাই শার্ট
শার্ট ছাড়া অন্য কোনো কাপড় পরে গাড়ি চালালে থাইল্যান্ডে একশ’ বাথ জরিমানা গুণতে হবে। আবার কোনো ধরনের কাপড় ছাড়াও গাড়ি চালানো যায় না সাদা হাতির দেশটিতে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।