ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর সরকারের প্রধান ১০ নীতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ২৯, ২০১৪
মোদীর সরকারের প্রধান ১০ নীতি নরেন্দ্র মোদী

ঢাকা: শপথের পরের দিনই কার্যালয়ে গিয়ে মন্ত্রীদের প্রতিদিন আঠারো ঘণ্টা কাজের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছিলেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মদিবসের তৃতীয় দিনে বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেন তিনি।



ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এ বৈঠকে মন্ত্রীদের তিনটি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর নির্দেশনা অনুযায়ী, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং পরিকল্পনা বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে কাজ করতে হবে মন্ত্রণালয়গুলোকে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক মন্ত্রীকে প্রথম একশ’ দিনের মধ্যে নিজের মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা স্থির করতে হবে। গত সরকারের সময়কার প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে।

এর বাইরেও সরকারের ভবিষ্যৎ কার্যপ্রণালীতে ১০টি নীতিকে প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টা ও সংসদীয় বিষয়কমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, এ ১০টি নীতি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের জন্য একশ’ দিন সময় বেধে দিয়েছেন।

মোদীর সরকার পরিচালনায় যেসব নীতি প্রাধান্য পাবে সেগুলো হলো-
১. আমলাতন্ত্রে সংহত করণের মাধ্যমে গতিশীল করে গড়ে তোলা।
২. নতুন নতুন ধারণাকে স্বাগত জানানো এবং আমলাদের কাজে স্বাধীনতা প্রদান।
৩. সরকারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং টেন্ডার ও নিলাম কাজে ‘ই’ পদ্ধতি ব্যবহার করা।
৪. শিক্ষা অধিকার নিশ্চিত করা, স্বাস্থ্য সেবা প্রদান, পানি ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং সড়কপথ শক্তিশালীকরণ।
৫. জনগণ প্রদত্ত নীতি সরকারে অগ্রাধিকারভিত্তিতে পর্যালোচনা ও গ্রহণ।
৬. অবকাঠামো ও বিনিয়োগ সংস্কার।
৭. আন্তঃমন্ত্রণালয় সম্পর্ক বৃদ্ধি।
৮. অর্থনৈতিক প্রবৃদ্ধির বাধা দূরীকরণ।
৯. নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের নীতি গ্রহণ।
১০. সরকারি নীতিতে স্থিতিশীলতা ও স্থায়িত্ব ধরে রাখা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।