ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরিবেশ দূষণ করলে কর দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
পরিবেশ দূষণ করলে কর দিতে হবে ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবেশ দূষণে কোনো কারখানা জড়িত থাকলে তাদের অতিরিক্ত ‘গ্রিন ট্যাক্স’ বা ‘সবুজ কর’ দিতে হবে।

বাংলাদেশের নদী ও বায়ু দূষণমুক্ত রাখতে সরকারের ২০১৪-১৫ অর্থবছরের নতুন বাজেটে এ পরিকল্পনা থাকছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।



সরকারের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তা শামসুল আলম বার্তা সংস্থা এএফপিকে বলেন, নতুন পরিবেশ সম্পর্কীয় কর পরিকল্পনা অনুযায়ী, কোনো কারখানার বর্জ্য নিঃসরণ স্থাপনা না থাকলে কিংবা কেউ সরকারের পরিবেশ আইন লঙ্ঘন করলে তাদের এ নতুন করের আওতায় নিয়ে আসা হবে।

তিনি জানান, গ্রিন ট্যাক্স বিষয়ে বিস্তারিত অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনকালেই জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।