ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বডি বিল্ডার ওবামা! (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৫, ২০১৪
বডি বিল্ডার ওবামা! (ভিডিওসহ)

ঢাকা: তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। তার একটি নির্দেশ বা কলমের খোঁচায় বিশ্বে যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এমন প্রভাবশালী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শারীরিকভাবে কতটা পরিপুষ্ট পেশীর অধিকারী-এ ব্যাপারে কি কারও ধারণা আছে?

সম্প্রতি ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিও সে ধারণা দিয়েছে। ভিডিওটি দেখিয়েছে, পেশী, বুক পরিপুষ্টকরণসহ শারীরিক গঠন ঠিক রাখতে মার্কিন প্রেসিডেন্ট  ব্যায়ামে কতোটা মনোযোগী?

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে জানা যায়, পোল্যান্ড সফররত ওবামা দেশটির রাজধানী ওয়ারশো’র একটি হোটেলে ব্যায়াম করছিলেন, আর সেটিই সবার অগোচরে ধারণ করে ছেড়ে দেওয়া হয় অনলাইনে।

ভিডিওচিত্রে দেখা যায়, ৫২ বছর বয়সী ওবামা কালো ট্র্যাকস্যুট পরে কানে হেডফোন দিয়ে দুটি ডাম্বেল হাতে পেশী, বুকসহ শরীর পুষ্ট রাখতে কসরত করছেন। এসময় তাকে ডাম্বেল হাতে টেবিলের ওপর উঠতে-নামতেও দেখা যায়। আবার হঠাৎ সামনের দিকে ঝুঁকে যেতেও দেখা যায় ওবামাকে।

মার্কিন প্রেসিডেন্টের এতো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কারা এ ভিডিওটি করেছে বা ছড়িয়েছে তা এখনও জানা যায়নি।

তবে, ওবামার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের মুখপাত্র এড ডোনোভান এক বিবৃতিতে বলেন, অফ দ্য রেকর্ডের এ ঘটনার সময় হোটেলের অতিথিদেরও সরে যেতে বলা হয়নি এবং ভিডিও বা ছবি তুলতেও তাদের নিষেধ করা হয়নি।

তিনি বলেন, ওবামা কোনো রেস্টুরেন্টে গেলেন, আর সেখানকার লোকজন তার ছবি তুলতে লাগলো-এটা সে ধরনের ঘটনার চেয়ে আলাদা নয়।

বুধবার ইউটিউবে প্রকাশিত ওবামার ব্যায়ামের ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৬৪ হাজার ৪৫০ বার প্রদর্শিত হয়ে গেছে।



বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।