ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সংকলিত বই প্রকাশ করায় লেখকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ৬, ২০১৪
সংকলিত বই প্রকাশ করায় লেখকের কারাদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা : মিসরে নাস্তিকতাবাদকে উস্কানি দিয়ে সংকলিত বই প্রকাশ করায় এক লেখককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বেনে সুইফের একটি আদালত।
কারাম স‍াবের নামের ওই লেখককে আদালত একই সঙ্গে মিসরীয় ১হাজার পাউন্ড জরিমানাও করেছেন ।



২০১১ সালে মিসরের  দরিদ্র কৃষকদের  কাহিনী সম্বলিত লেখা নিয়ে ‘হোয়ার ইজ গড’  শিরোনামে একটি বই প্রকাশ করায় আদালত তাকে এ কারাদণ্ড দেন।

তার এমন মন্তব্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাবের অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

তার আইনজীবী দাবি করেছেন, আদালত সাবেরের পক্ষের তথ্য প্রমাণ বিবেচনায় নেননি।

প্রসঙ্গত, মিসরে দণ্ডবিধির ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী কেই যদি বক্তৃতা বা লেখার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিংবা ধর্মকে অস্বীকার করে জাতির মধ্যে বিবেদ সৃষ্টি করতে চায় তাহলে তাকে মিসরীয় ৫শ’ থেকে ১ হাজার পাউন্ড জরিমানাসহকারে কমপক্ষে ছয়মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বাংলাদেশ সময় : ১০৩০ ঘণ্টা, জুন ০৬, ২০১৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।