ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বসকে আকর্ষণে যে রঙে ঠোঁট রাঙাবেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুন ৮, ২০১৪
বসকে আকর্ষণে যে রঙে ঠোঁট রাঙাবেন!

ঢাকা: লিপস্টিকে রাঙানো ঠোঁটে আপনি যার চোখাচোখি হয়ে হাসবেন অথবা খানিক হাসি-হাসি ভাব দেখাবেন তার হৃদয়ে সুনামির ঢেউ না উঠে উপায় নেই, বিশেষত সুন্দরীদের এই অস্ত্র কাত করে দেয় ব্যাচেলরদের মনকে। এই অস্ত্র কোনো অংশে কম ক্ষমতা দেখাবে না বিবাহিত, এমনকি ঊর্ধ্বতন বসদের হৃদয়ে ঝড় তুলতেও।

রঙিন ঠোঁটের হাসিতে যদি একবার বসের হৃদয় নাড়া দিতে পারেন, তবে পদোন্নতির পথ পরিষ্কার!

আজগুবি কোনো তথ্য নয়, কর্মজীবী নারী ও তাদের ঊর্ধ্বতন পুরুষ কর্মকর্তাদের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সৌন্দর্য চর্চা বিষয়ক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান এশেনচ্যুয়াল.কম। তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ফিমেলফার্স্ট.কম।

গবেষণায় বলা হয়, অন্য সব রঙের চেয়ে টকটকে লাল লিপস্টিকই সবার পছন্দের শীর্ষে। লাল রঙা লিপস্টিক অন্য যে কারও চেয়ে আপনাকে যেমন আলাদা দেখাবে, তেমনি এ ধরনের লিপস্টিক ঠোঁটে মাখলে কর্মস্থলে পদোন্নতি ও বাড়তি সুযোগ সুবিধা পেতে আপনার পথ সুগম হতে থাকবে।

গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় অর্ধেক ব্রিটিশ কর্মজীবী নারী টকটকে লাল লিপস্টিক ঠোঁটে মেখে বসদের দৃষ্টি আকর্ষণ করেন।

গবেষকরা আরও দাবি করেন, ৪০ শতাংশ নারী নিয়মিতই টকটকে লাল লিপস্টিক মেখে কর্মস্থলে যান এবং পুরুষ বসদের নজর কাড়ার চেষ্টা করেন।

এছাড়া, দুই তৃতীয়াংশ কর্মজীবী নারীই পুরুষ বসদের নজর কাড়তে চোখে মেকআপ মাখেন বলে দাবি করা হয় প্রতিবেদনে।

এশেনচ্যুয়াল.কমের গবেষকরা বলেন, গাঢ় ও আবেদনময়ী মেকআপের বিষয়ে ৪০ শতাংশ নারীই মনে করেন, এ ধরনের মেকআপ মেখে বসদের প্রতি দুর্বলতার ভান করে আচরণ করলে কর্মস্থলে পদোন্নতির পথ গতিশীল হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, পোশাক পরিধানের ক্ষেত্রেও আগের চেয়ে আবেদনময়ী হয়ে উঠেছেন নারীরা। গবেষণায় অংশ নেওয়া প্রায় অর্ধেক নারী সরাসরি স্বীকার করেছেন, অফিসের রক্ষণশীল ইউনিফর্মের তোয়াক্কা না করে তারা ছোট সাইজের ব্লাউজ ও হাই হিলের জুতা পরেন, এর উদ্দেশ্যও বসদের মন পটানো।

একইসঙ্গে অনেক নারীই মুখাবয়বকে মোহনীয় ও আবেদনময় করে তুলতে চোখে গাঢ় মেকআপ করেন, যেমন-ডার্ক আই-শ্যাডো, আইলাইনার ও মাসকারা প্রভৃতি।

গবেষণা বিষয়ে এশেনচ্যুযাল.কম’র বিউটি এডিটর এমা লেসলি বলেন, ঠোঁটকে কেবল ডেটিং অথবা পার্টির জন্যই লাল করা উচিত নয়, যে কারও দৃষ্টি আকর্ষণে টকটকে লাল লিপস্টিকের জুড়ি নেই।

তিনি জানান, অনেক কারণেই অনেক-অনেক বেশি নারী তাদের কর্মস্থলে যাওয়ার আগে নিয়ম করে ঠোঁটে লাল লিপস্টিক মাখেন। এর মধ্যে বসদের নজর কাড়াটাই প্রধান উদ্দেশ্য।

তবে টকটকে লাল করতে গিয়ে যেন ঠোঁটে বিরক্তির মাত্রা যোগ না হয়ে যায় সে দিকে লক্ষ্য রাখতেও পরামর্শ দেন এ রূপচর্চা বিশেষজ্ঞ।

এমা বলেন, আমি সবসময়ই যুতসই মেকআপের পক্ষে। কেউ গাঢ় লিপস্টিক অথবা গাঢ় মেকআপে অস্বস্তি বোধ করলে হালকা মেকআপ এবং হালকা লিপস্টিকেই সাজিয়ে নিতে পারেন নিজেকে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।