ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কী হবে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
কী হবে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে?

মোটেও ভুলে গেলে চলবে না, পৃথিবী এবং অন্যান্য গ্রহ-নক্ষত্রের সবকিছুই তাদের আবর্তনের উপর নির্ভর করে। এটা স্বস্তির যে, আমাদের প্রিয় এই গ্রহ এখনও ঘুরছে।

কিন্তু কী ঘটবে যদি হঠাৎ এই ঘূর্ণন থেমে যায়?

এক কথায় যদি বলা হয়, পৃথিবী হ‍ুট করে তার ঘোরা বন্ধ করে দিলে সাথে সাথে ধেয়ে আসবে মহাদূর্ঘটনার স্রোত!

বিস্তারিত দেখতে হলে শুনে দেখতে পারেন মাইকেল স্টিভেনস এর ‘ভিসস’ নামের নতুন ইউটিউব সিরিজ।

স্টিভ বলছে, ‘প্রথমেই, ‍আপনারা সবাই সথূল হয়ে উঠবেন। পৃথিবীর আবর্তন গ্রাভিটির প্রভাবের উপর ভারসাম্য তৈরি করে। কিন্তু এটা হতে পারে আপনার চিন্তার কারণ।   

কারণ হঠাৎ করে আপনি পরমাণু বিষ্ফোরণের ঝড়ের মুখে পড়বেন এবং সেটা সুনামি কিলোমিটার উচ্চতায়। মূহুর্তের মধ্যেই আপনার শরীর শব্দের চেয়ে দ্রুত গতির টাম্বলউইড-এ পরিণত হবে।

সবচেয়ে খারাপ অবস্থা হবে বিষুবরেখার কাছে, যেখানে পৃথিবীর উপরি অংশ সবচেয়ে দ্রুত ঘোরে। যদি পৃথিবী ঘূর্ণন থামিয়ে দেয়, গোটা গ্রহ নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকবে!’

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।