ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে পাক বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
ওয়াজিরিস্তানে পাক বিমান হামলায় নিহত ৫০

ঢাকা: আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। হামলায় কমপক্ষে ৫০ জন তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে তারা।



রোববার এক বিবৃতিতে পাক সামরিক বাহিনী জানায়, উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। যাদের অনেকেই উজবেক বংশোদ্ভূত। উত্তর ওয়াজিরিস্তানের ডেগান ও দাত্তাখেলে অবস্থিত ‘সন্ত্রাসীদের আস্তানায়’ রোববার ভোরে এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়।

করাচি বিমানবন্দরে সংঘটিত ভয়াবহ হামলার প্রেক্ষিতে তালেবানদের লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হলো। করাচি বিমানবন্দরের ওই হামলায় ১০ হামলাকারীসহ ৩৬ জন নিহত হন। এ ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)।

এদিকে রোববারের বিমান হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে তালেবান। বিমান হামলার ঘটনায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু দাবি করে টিটিপি জানিয়েছে নিরীহ নারী ও শিশু নিহতের ঘটনায় প্রতিশোধ নেয়া হবে।

জঙ্গি গ্রুপটি দাবি করেছে সরকার ইতোমধ্যেই তাদের ৫শ’ যোদ্ধাকে আটক করেছে এবং দুইশ’জনকে ভুয়া বন্দুকযুদ্ধে হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।