ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আট সামরিক স্বাস্থ্যকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
ইয়েমেনে আট সামরিক স্বাস্থ্যকর্মী নিহত

ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সামরিক স্বাস্থ্যকর্মীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত হয়েছেন।

শনিবার সকালে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনের ১৫ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে দুইজন নারী।

একটি স্পিড ব্রেকারে বাসের চালক গতি কমিয়ে অানলে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে বাসটি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি তবে ধারণা করা হচ্ছে নিজেদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

দুই দিন আগে ওই এলাকায় সন্দেহভাজন আল কায়েদা আস্তানায় মার্কিন ড্রোন হামলায় ৫ আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছিলেন। এ ঘটনার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।