ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি সুনিশ্চিতের জন্যই প্রতিবেশী প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
শান্তি সুনিশ্চিতের জন্যই প্রতিবেশী প্রয়োজন

ঢাকা: শান্তি সুনিশ্চিত করার জন্যই প্রতিবেশীর প্রয়োজন রয়েছে বলে ভুটানকে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি দুদিনের সরকারি সফরে বর্তমানে ভুটান অবস্থান করছেন।



ভুটান সফরের দ্বিতীয় দিন সোমবার সে দেশের সংসদে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী।

ভুটান সফরের প্রথম দিন রোববার মোদী বলেন, ভালো প্রতিবেশী দেশ ছাড়া কোনো দেশেই সুখ-শান্তি সুনিশ্চিত হতে পারে না। একটি দেশ যতই সমৃদ্ধশালী হোক না কেন ভালো প্রতিবেশী ছাড়া শান্তিতে থাকতে পারে না।

তিনি এ সময় চীন ও পাকিস্তানের উদাহরণ দেন।

ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টোবোগে তার সম্মানে এক ভোজের ব্যবস্থা করলে মোদী বলেন, ভুটান ভারতের ভালো একটি প্রতিবেশী দেশ। এর ফলে শান্তি বিরাজমান।

নরেন্দ্র মোদী বলেন, আপনি কী ধরনের প্রতিবেশী পাচ্ছেন, তার ওপর নির্ভর করছে সুখ ও  শান্তি। আপনার যদি সে ধরনের প্রতিবেশী না থাকে, তাহলে যতই আপনার সমৃদ্ধি ও সুখ থাকুক না কেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না।

মোদী এ সময় ভুটানকে আশস্ত করেন যে, ভারতের কেন্দ্রীয় সরকারে পরিবর্তন হলেও দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। শান্তি, নিরাপত্তা ও পর্যটনসহ সব বিষয়েই দুইদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।