ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ফের বিমান হামলায় ২৭ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
পাকিস্তানে ফের বিমান হামলায় ২৭ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত এলাকায় দ্বিতীয় দিনের মতো জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালানো হলে ২৭ আল-কায়েদার জঙ্গি নিহত হয়েছেন।

সম্প্রতি, করাচি বিমানবন্দরে আল-কায়েদা সদস্যদের হামলা চালানোর প্রতিশোধ নিতে পাকিস্তান সরকার সোমবার দ্বিতীয় দিনের মতো এ বিমান হামলা করে।



আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে আল-কায়েদার স্থানীয় ও বিদেশি সদস্যদের অবস্থান এবং এখানে আল-কায়েদার শক্ত ঘাঁটি রয়েছে। সে কারণে রবি ও সোমবার এ বিমান হামলা চালানো হলো।
QUIZ_BN_GP
এ এলাকায় পাকিস্তান সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই এবং আফগান সীমান্তবর্তী হওয়ায় আল-কায়েদার তৎপরতা অনেক বেশি। এখানে আল-কায়েদার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সে কারণে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যরা আক্রান্ত হয়ে থাকে।

এদিকে, সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সকালে উত্তর ওয়াজিরিস্তানের দক্ষিণ সীমান্তের শাওয়াল এলাকায় ছয়টি জঙ্গি ঘাঁটি লক্ষ করে সামরিক বিমান থেকে বোমা হামলা চালানো হয়। এতে ২৭ জঙ্গি নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।