ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: দুর্নীতির অভিযোগে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেশন টাস্ক ফোর্স সুইপ (আইটিএফএস)।

আইটিএফএস’র চেয়ারম্যান স্যাম কোইমের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরকারি কোষাগারের ৩ কোটি মার্কিন ডলার অবৈধ লেনদেনে ব্যয়ের অভিযোগ এনেছে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি।

তবে, প্রধান বিরোধী দল পিএনজির তোলা এ অভিযোগ প্রত্যাখ্যান করে ও’নেইল দাবি করেছেন তিনি কোনো অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত নন। অবশ্য, পিএনজির অভিযোগের প্রেক্ষিতেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অবৈধভাবে ব্যয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করে আইটিএফএস।

রাজধানী পোর্ট মোরেসবির পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, পুলিশ কমিশনার টম কুলুঙ্গা স্বাক্ষরিত একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সময় চাওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীকে কখন জিজ্ঞাসাবাদ করা যায় এ ব্যাপারে আমরা তার পরামর্শ চেয়েছি। তিনি এখনও কিছু বলেননি। তবে তিনি যদি না আসেন, আমরা তাকে নিয়ে আসতে (গ্রেফতার করতে) বাধ্য হবো।

কবে তাকে নিয়ে আসা হবে এ ব্যাপারে কিছু স্পষ্ট করেননি ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।