ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সেনা পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
ইরাকে সেনা পাঠাচ্ছে আমেরিকা ফাইল ফটো

ঢাকা: ইরাকে ২৭৫ জন সেনা সদস্য পাঠাতে কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্দেশটি এমন এক সময় দেওয়া হলো যখন, ইরাকের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে গেছে।


 
আমেরিকার পাঠানো সেনা সদস্যরা ইরাকে অবস্থানরত আমেরিকার নাগরিকদের নিরাপত্তা ও অন্যান্য সহায়তা দিবে। সেই সঙ্গে সেদেশে আমেরিকার দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

বারাক ওবামা দেশটির শীর্ষ কর্মকর্তাদের দেওয়া চিঠিতে জানান, সেনা সদস্যরা আমেরিকার নাগরিক ও সম্পদ রক্ষা করবে। দরকার হলে তারা যুদ্ধের জন্যও প্রস্তুত থাকবে।
 
যে পর্যন্ত না ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ভালো হবে, আমেরিকার সেনা সদস্যরা ততোদিন সেখানে অবস্থান করবে বলে জানান তিনি।

সেনা পাঠানোর সঙ্গে সঙ্গে ইরাকে ড্রোন হামলা চালানোর পরিকল্পনাও নিয়েছে আমেরিকা। এজন্য ইতোমধ্যে ভূমধ্যসাগরে আরো কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
   
এদিকে, জাতিসংঘ বলেছে, তারা তাদের কর্মীদের বাগদাদ থেকে সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে ৫৮ জন জাতিসংঘের কর্মীকে জর্ডানে পাঠানো হয়েছে। জাতিসংঘ তাদের বাকি কর্মীদের ইরবিলে (আধা স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী) পাঠানোর পরিকল্পনা নিয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।